রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম---রকেট একাউন্ট থেকে মোবাইল ফোনে টাকা রিচার্জ করার নিয়ম সম্পর্কে আমাদের আজকে আলোচনা করা হবে। 

অধিকাংশ মানুষ রকেট একাউন্ট ব্যবহার করে কিন্তু নানাবিধ সেবা সম্পর্কে আপডেট একটু দেরিতে হওয়ার কারণে রকেটের আপডেট তথ্য গুলো সবাই জানে না। 

রকেট একাউন্ট থেকে মোবাইলে টাকা রিচার্জ করার কিছু নিয়ম কানুন রয়েছে নিয়ম কানুন নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো। 


রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

বর্তমান যুগ হচ্ছে তথ্য এবং প্রযুক্তির যুগ তাই যেকোনো সময় কাজকে সহজ ভাবে করার জন্য যেকোনো সময় আমাদের মোবাইলে রিচার্জ করতে হয় এবং ফ্লেক্সিলোড ইজিলোড আমাদের দৈনন্দিন জীবনের একটি প্রয়োজনীয় কাজ তাই আপনার যদি রকেট একাউন্ট থাকে আপনি সেখান থেকে খুব সহজেই মোবাইল রিচার্জ করতে পারবেন সেই ধাপসমূহ নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো। 

নিজের যে নাম্বার থেকে রকেট খোলা সেই নাম্বারে রিচার্জ করার নিয়ম

  • *322# ডায়াল করুন।

  • TopUp/Telco service এর জন্য 3 সিলেখে সেন্ড করুন।

  • TopUp এর জন্য 1 লিখে ডায়াল করুন।

  • Self অপশনের জন্য 1 লিখে সেন্ড করুন।

  • আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করুন। অর্থাৎ কোন কোম্পানির সিম ব্যবহার করছেন সেটির সিরিয়াল নম্বর লিখে সেন্ড করুন।

  • রিচার্জের পরিমাণ লিখুন। অর্থাৎ যত টাকা রিচার্জ করতে চান সেই পরিমাণ লিখে সেন্ড করুন।

  • ৪ ডিজিটের রকেট একাউন্ট পিন লিখে সেন্ড করুন।

  • সবকিছু ঠিক থাকলে সফলভাবে আপনার একাউন্টে রিচার্জ সম্পন্ন হবে।


রকেট একাউন্ট থেকে অন্য যেকোন নাম্বারে রিচার্জ করার নিয়ম

  • *322# ডায়াল করুন।

  • TopUp/Telco service এর জন্য 3 সিলেখে সেন্ড করুন।

  • TopUp এর জন্য 1 লিখে ডায়াল করুন।

  • Other অপশনের জন্য 2 লিখে সেন্ড করুন।

  • আপনার ১১ ডিজিটের মোবাইল নম্বরটি লিখে সেন্ড করুন।

  • আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করুন। অর্থাৎ কোন কোম্পানির সিম ব্যবহার করছেন সেটির সিরিয়াল নম্বর লিখে সেন্ড করুন।

  • রিচার্জের পরিমাণ লিখুন। অর্থাৎ যত টাকা রিচার্জ করতে চান সেই পরিমাণ লিখে সেন্ড করুন।

  • ৪ ডিজিটের রকেট একাউন্ট পিন লিখে সেন্ড করুন।

  • সবকিছু ঠিক থাকলে সফলভাবে আপনার একাউন্টে রিচার্জ সম্পন্ন হবে।

রকেট অ্যাপ এর মাধ্যমে মোবাইলে রিচার্জ করার নিয়ম

রকেট অ্যাপ এর মাধ্যমে খুব সহজেই এবং নির্ভুলভাবে মোবাইলে টাকা রিচার্জ করা যায় এবং সেক্ষেত্রে কোড ডায়াল করা এবং নাম্বার উঠোনে বসে বলার থাকে না চলুন তাহলে step-by-step জেনে নেই। 

প্রথমে রকেট দিয়ে লগইন করতে হবে এবং যাদের নেই তারা ডাউনলোড করে নিতে পারবেন প্লে স্টোর থেকে খুব সহজেই। 

তারপরে রকেট অ্যাপ লগইন করে একের ভিতর ঢুকতে হবে তারপর মোবাইল রিচার্জ অপসন এ ক্লিক করতে হবে mobile24 অপশন ক্লিক করার পর প্রিপেইড ও পোস্টপেইড নাম্বার কিনা সেই বক্স আসবে সে বক্সের ঘরের আসবাবপত্র সাবমিট করতে হবে তারপর যত টাকা রিচার্জ করবেন সাইটে সাবমিট করুন এবং পঞ্চম ধাপে চার ডিজিটের একটি কোড দিয়ে আপনি খুব সহজেই অ্যাপ থেকে রিচার্জ করে নিতে পারবেন। 

আশা করি আমাদের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার পর রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার বিভিন্ন নিয়ম সম্পর্কে আপনি ভালভাবে জানতে এবং বুঝতে পারবেন। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url